
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ যে কোনও অসুখই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকে। যার জন্য রোগের নির্দিষ্ট লক্ষণ বোঝা জরুরি। শরীরে রোগ বাসা বাঁধলে তার লক্ষণ বিভিন্ন অঙ্গে ফুটে ওঠে। যেমন মুখেও একাধিক শারীরিক সমস্যার উপসর্গ দেখা যায়। তাই মুখের অতিরিক্ত রোম কিংবা ঠোঁটের কোণে ঘা কমানোর জন্য শুধু রূপচর্চা নয়, নেপথ্যে লুকিয়ে থাকা রোগও চিহ্নিত করা প্রয়োজন।
১. যৌনরোগঃ একাধিক যৌনরোগের কিছু প্রাথমিক লক্ষণ মুখে দেখা যায়। যেমন হারপিসের কারণে মুখে ঘা, এইচআইভি থেকে ওরাল থ্রাশ বা মুখে সাদা দাগ, মুখের আলসারের মতো কয়েকটি উপসর্গ মুখে ফুটে ওঠে। এই ধরনের লক্ষণ অনেকেই খুব একটা নজর দেন না। যা পরবর্তীকালে চিন্তার কারণ হয়ে ওঠে। তাই সামান্য হলেও মুখের এই সব লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।
২. মুখের ঘাঃ মুখের ক্যানসারে প্রাথমিকভাবে খুব একটা ব্যথা অনুভূত হয় না। নিঃশব্দে বাড়তে থাকে এই রোগ। ভারতের মতো দেশে তামাক, সুপারি এবং অ্যালকোহলের ব্যবহার ব্যাপক হওয়ার কারণে দিনকেদিন মুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অনেক সময় দাঁতের চিকিৎসক মুখের ভিতরে পরীক্ষা করার সময়ে এই লক্ষণ শনাক্ত করতে পারেন।
৩. পেটের সমস্যাঃ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স (জিইআরডি) কিংবা শরীরে পুষ্টির ঘাটতিও মুখে ফুটে ওঠে। ঠোঁটের কোণে ফেটে যাওয়া, বারবার মুখের আলসার এবং অ্যাসিডের কারণে এনামেলের ক্ষয়ের মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণগুলি অন্ত্রের আগে মুখেই দেখা দিতে পারে। তাই এমন উপসর্গ দেখলে অবহেলা না করাই উচিত।
৪. অটোইমিউনিটিঃ অটোইমিউন রোগগুলি শরীরে নিঃশব্দে বাড়তে থাকে। লুপাস, পেমফিগাস ভালগারিস এবং লাইকেন প্ল্যানাসের মতো অটোইমিউন শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ মুখ, বিশেষ করে মাড়ি এবং গালের ভেতরের অংশে দেখা যায়। এগুলি মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ।
৫. মহিলাদের মুখের রোম বেড়ে যাওয়াঃ ঠোঁটের উপর, দু’গালে রোমের ঘন রেখা নিয়ে বাইরে বেরতে অস্বস্তিবোধ করেন অনেকেই। তাই মাসে অন্তত দু’বার স্যালোঁয় গিয়ে মুখে ওয়াক্স করাতে হয়, কেউ আবার থ্রেডিং করেন। আর মুখের এই অবাঞ্ছিত রোমের কারণ হতে পারে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এছাড়াও অ্যাড্রিনাল গ্রন্থি এবং থাইরয়েড রোগের কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলেও এই লক্ষণ দেখা যায়।
অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস? সাবধান! অজান্তে কোন মারণ রোগের দিকে এগোচ্ছেন জানলে আঁতকে উঠবেন
পেট ব্যথা থেকে ডায়রিয়া, কাটাছেঁড়া থেকে দাঁত ব্যথা! আচমকা রোগের কবলে পড়লে এই সব ঘরোয়া টোটকায় পাবেন স্বস্তি
আমসত্ত্বের স্বাদ ভুলছে বাঙালি? আর বাজার থেকে কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলুন মা-ঠাকুমার মতো আমসত্ত্ব
টিকা দেওয়া হল কন্যাকে, আর কেঁদে ভাসালেন বাবা! একরত্তির টিকাকরণে পিতার কাণ্ড দেখে অশ্রুসজল নেটপাড়া
পিঠের ব্যথায় কাবু? ভরসা রাখুন যোগে! একটি সহজ আসন নিয়মিত করলেই জাদুর মতো গায়েব হবে যন্ত্রণা
গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই লুকিয়ে ঝলমলে চুলের রহস্য
যেখানে-সেখানে দাঁড়িয়ে জল খান? এই 'ভুলটা' করেই চলেছেন বলে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ!
মাংস-ডিমের চেয়েও বেশি প্রোটিন! নিয়মিত এই কটি বীজ খেলেই ঘাটতি হবে না পুষ্টির, আপনি খাচ্ছেন তো?
মলাশয় থেকে টেনে বার করে আনবে পুরনো মল! ফাইবারের খনি এই সব ফল খেলেই সকালে পেট হবে পরিষ্কার
ঋতুস্রাবের ব্যথায় ছটফট করেন? ওষুধ ছেড়ে এই ৫ পন্থায় ভরসা রাখুন, প্রতি মাসে পাবেন স্বস্তি
প্রতি মাসে বিদ্যুতের বিলে অনায়াসে বাঁচানো যাবে এক হাজার টাকা, মেনে চলুন এই সহজ নিয়ম
রোগা হওয়ার জন্য কলা খাচ্ছেন না? সত্যি কি এই ফল খেলে ওজন বাড়ে? সঠিক উত্তর জানলে ধারণা বদলে যাবে
চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনগুণ উঁচু ঢেউ, সাগর ফুটবে আগুনে! জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কোন কোন দেশে বাতিল হচ্ছে হাজারো ভ্রমণ?
ইমিউনিটি থেকে ওজন, সব থাকবে হাতের মুঠোয়! ভাত-রুটির বদলে ডিনারে খান এই নিরামিষ স্যুপ, শরীর থাকবে ঝরঝরে